ইনডেভার 40 - 20 এর কাজ কি - খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া

প্রিয় পাঠক আপনি কি ইনডেভার 40 এর কাজ কি সেই সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে ইনডেভার 40 এর কাজ কি এবং Indever 40 খাওয়ার নিয়ম সম্পর্কে আলোচনা করব।
ইনডেভার 40 এর কাজ কি
এছাড়াও আপনি এই পোষ্টের মধ্যে পাবেন ইনডেভার 20 এর কাজ কি ও Indever 40 mg bangla এবং ইনডেভার 40 এর পার্শ্ব প্রতিক্রিয়া  সম্পর্কে। তাই চলুন কথা না বাড়িয়ে পোষ্টের দিকে আগানো যায়।

ভূমিকা

মানুষ পৃথিবীতে বেঁচে থাকাকালীন অনেক রকমের অসুখের সম্মুখীন হয়ে থাকে। এক এক অসুখের জন্য একেক রকমের ওষুধ রয়েছে। আপনি যখন অসুস্থ হবেন তখন ডাক্তার দেখে আপনাকে সেই রোগের চিকিৎসা দিবে। পৃথিবীতে অনেক রকমের ওষুধ রয়েছে সেই ওষুধগুলোর মধ্যে একটি হচ্ছে ইনডেভার।

ইনডেভার 20 এর কাজ কি

এই ওষুধের বিশেষ কিছু কাজ রয়েছে। বিশেষ কয়েকটি রোগের জন্য এর ওষুধ খাওয়া হয়। ইনডেভার 20 এর কাজগুলো হচ্ছে
  • প্রাথমিক উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।
  • হৃদপিন্ডের অস্বাভাবিক চলাচল স্বাভাবিক করে।
  • উদ্বিগ্নতা কমাতে সাহায্য করে।
  • মাইগ্রেন প্রতিরোধ করে।
  • এনজিনা পেক্টরিস।
এই সমস্যা গুলো থেকে সমাধান পেতে ডাক্তাররা এ ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এই ওষুধ খাওয়ার ফলে অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। পার্শ্ব প্রতিক্রি হচ্ছে
  • পা ঠান্ডা হয়ে যাওয়া।
  • অবসন্নতা চেপে ধরা।
  • বমি বমি ভাব হয়।
  • মাথা ঘোরায়।
যদি আপনার ভিতরে এই সমস্যাগুলো দেখা দেয় তাহলে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন। খুব কম সময়ে এইসব ওষুধ খাওয়ার ফলে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দেয়। এই ওষুধ দিয়ে একদিন থেকে ১৮ বছরের বাচ্চাদের জন্য। বাচ্চার বয়স ১৮ বছরের বেশি হয়ে গেলে তখন তাকে আর এ ওষুধ খাওয়ানো যাবে না। ১৮ বছরের উপর হলে তাদের জন্য ভিন্ন ওষুধ রয়েছে।

প্রতি পিস ইনডেভার 20 এর দাম ১ টাকা করে। আপনি যেকোন ফার্মেসির দোকানেই পেয়ে যাবেন।

ইনডেভার 40 এর কাজ কি

ইনডেভার 40 এই ওষুধটি হচ্ছে ১৮ বছরের উপরে যেসব মানুষ রয়েছে তাদের জন্য। যে মানুষের বয়স ১৮ বছরের একদিন বেশি তারা এ ওষুধ খাবে। ১৮ বছরের নিচে তাদের জন্য ইনডেভার 20 রয়েছে। এই ওষুধ কিছু বিশেষ রোগের জন্য তৈরি করা হয়েছে। এ ওষুধটি এসিআই লিমিটেড কোম্পানির একটি ওষুধ। এ ওষুধের কাজগুলো হচ্ছে
  • মাইগ্রেন প্রতিরোধ করা।
  • উদ্বিগ্নতা কমানো।
  • শুরুর দিকের রক্তচাপ কমানো।
  • হৃদপিণ্ডের অস্বাভাবিক চলাচল স্বাভাবিক করা।
  • এনজিনা পেক্টরিস।
  • থাইরোটক্সিকোসিস।
 
এইসব রোগের জন্য ডাক্তাররা এ ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। আপনি এই ওষুধ প্রতিটি ফার্মেসিতে পেয়ে যাবেন। প্রত্যেকটি ওষুধের দাম ১ টাকা ৫০ পয়সা করে। এক পাতার দাম ১৫ টাকা নিয়ে থাকে। কেনার আগে অবশ্যই ভালোভাবে মেয়াদ যাচাই-বাছাই করে নিবেন।

Indever 40 খাওয়ার নিয়ম

কোন ওষুধ খাইলে অবশ্যই তা নিয়ম অনুযায়ী খেতে হবে। যখন আপনি নিয়ম অনুযায়ী খাবেন তখনই উপকৃত হতে পারবেন। নিয়মের বিপরীতে খাওয়ার কারণে শরীরে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হবে এবং সে ওষুধ দ্বারা আপনি উপকৃত হওয়ার পরিবর্তে ক্ষতিগ্রস্ত বেশি হবেন। Indever 40 খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক (১৮ বছরের উপরে):
  • উচ্চ রক্তচাপ: প্রারম্ভিক ৮০ মিগ্রা দিনে দুইবার, বাড়ানাে যেতে পারে সপ্তাহান্তে এবং তারপর চালিয়ে যেতে হবে ১৬০-১৮০ মিগ্রা দৈনিক।
  • এনজিনা পেক্টরিস: শুরুতে ৪০ মিগ্রা দিনে ২-৩ বার এবং তারপর চালিয়ে যেতে হবে ১২০-২৪০ মিগ্রা দৈনিক।
  • থাইরােটক্সিকোসিস: ১০-৪০ মিগ্রা, দৈনিক ৩-৪ বার দৈনিক। তারপর চালিয়ে যেতে হবে ৮০-১৬০ মিগ্রা দৈনিক।
  • মাইগ্রেন এড়াইবার জন্য: শুরুতে ৪০ মিগ্রা দিনে দুইবার, বাড়ানাে যেতে পারে প্রয়ােজন অনুযায়ী এবং তারপর চালিয়ে যেতে হবে ১৬০-১৮০ মিগ্রা দৈনিক।
শিশু (১ দিন হতে ১৮ বছর): উচ্চরক্তচাপ:
  • নবজাতক: ০.২৫-০.৫ মিগ্রা/কেজি দিনে ৩ বার। প্রয়ােজনে মাত্রা পরিবর্তন করা যেতে পারে।
  • ১ মাস বয়সী হতে ১২ বৎসর: ০.২৫-১ মিগ্রা/কেজি দিনে ৩ বার। সর্বোচ্চ ডােজ ৫ মিগ্রা কেজি বিভক্ত মাত্রায়।
  • ১২-১৮ বৎসর: শুরুতে মাত্রা ৮০ মিগ্রা দৈনিক ২ বার, চালিয়ে যেতে হবে ১৬০-৩২০ মিগ্রা দৈনিক।
অবশ্যই আপনি এই নিয়মে ওষুধ খাবেন এবং ওষুধ খাওয়ার পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। ডাক্তার যদি আপনাকে এই ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে তাহলে আপনি এই ওষুধ খাবেন। অন্যথায় নিজে থেকে কখনো কোন ওষুধ খেতে যাবেন না।

ইনডেভার 40 এর পার্শ্ব প্রতিক্রিয়া

একটা ওষুধ তখনি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যখন তার শরীরের সাথে ঠিকভাবে না মিশে অথবা খাওয়ার পরিমাণ অতিরিক্ত হয়ে যায়। কোন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে সেই ওষুধ নিয়ম অনুযায়ী খেতে হবে। এই ওষুধেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে-

  • পা ঠান্ডা হয়ে যাওয়া।
  • মাথা ঘুরা।
  • বমি বমি ভাব হওয়া।
  • উদাসীনতা বেশি হওয়া।
  • অবসন্নতা চেপে ধরা।
  • অনিদ্রার পরিমাণ বেড়ে যাওয়া।
সাধারণত এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এই সমস্যাগুলো দেখা দেয়। যদি আপনার মধ্যে এ ওষুধ খাওয়ার পরে এই সমস্যাগুলো দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন।

উপসংহার

যদি এই ওষুধ যে কারণে খাওয়া লাগে সেই সমস্যাগুলো হয়ে থাকে তাহলে সর্বপ্রথম আপনি ডাক্তার দেখাবেন ডাক্তারের সাথে পরামর্শ করার পর। ডাক্তার যদি এ ওষুধ খাওয়ার জন্য বলে তাহলে আপনি এই ওষুধ খাবেন। অন্যথায় নিজে থেকে কখনো এ ওষুধ খেতে যাবেন না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url